Uncategorized

Softovac Bowel Regulator Powder review in BD

Honest review Softovac Bowel Regulator Powder 250g

Softovac Bowel Regulator Powder 250g: সেন্ট্রাম এডাল্ট মাল্টিভিটামিন হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য একটি স্বাস্থ্যকর খাদ্য সম্পূরক, যাতে রয়েছে সমস্ত ভিটামিন এবং খনিজ। ফলে নিয়মিত সেন্ট্রাম এডাল্ট মাল্টিভিটামিন গ্রহণের কারণে আমাদের শরীরের শক্তি সরবরাহ হয়, সাথে পাচনতন্ত্রের কার্যপ্রক্রিয়া সঠিকভাবে সম্পাদিত হয়ে থাকে। 

যদি কারো কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে থাকে তাহলে এটা ক্লিনিক্যালি প্রমাণিত যে– Softovac Bowel Regulator Powder সবচেয়ে বড় সমাধান। কেননা এটি সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা একটি চিকিৎসা সহায়ক পাউডার। 

আজকের এই নিবন্ধে আমরা Softovac Bowel Regulator Powder 250g নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি softovac সম্পর্কে খুঁটিনাটি জানতে চান এবং অর্ডার করতে চান তাহলে নিচের অংশটুকু মনোযোগ সহকারে পড়ে ফেলুন। 

Softovac Bowel Regulator Powder কি?

Softovac Bowel Regulator Powder 250g হচ্ছে একটি আয়ুর্বেদিক ঔষধ। যেটা সম্পূর্ণভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে। সাধারণত Softovac Bowel Regulator Powder কোষ্ঠকাঠিন্যের সমস্যা সমাধানে ব্যবহৃত হয় সেই সাথে এটি হজম প্রক্রিয়া দারুণভাবে উন্নত করে এবং পেটের নানাবিধ সমস্যার প্রতিকার এনে দেয়। 

অতএব বলতে পারেন এই পাউডারটি একটি সমস্যার প্রতিষেধক। যা আমাদের পাচনতন্ত্রের স্বাস্থ্য কে সম্পূর্ণভাবে সুস্থ রাখতে সর্বোচ্চ সহযোগিতা করে। মূলত এই পাউডার আমাদের কি কি উপকারে আসে এবং এতে প্রধানত কি কি উপাদান বিদ্যমান থাকে, এটি খাওয়ার সঠিক নিয়ম এবং ব্যবহারের কিছু পরামর্শ সেই সাথে সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানুন বিস্তারিতভাবে।

SPECIFICATIONS:

  • Softovac Bowel Regulator Powder ভারতের তৈরিকৃত প্রোডাক্ট।
  • এর রয়েছে লং এক্সপায়ার ডেট। 
  • এটা ক্লিনিকেলে প্রমাণিত একটি প্রোডাক্ট যা ভেজাল মুক্ত।
  • কোষ্ঠকাঠিন্য এবং বদ হজম দূর করতে সর্বোচ্চ সহযোগিতা করে এই পাউডার সাপ্লিমেন্ট। 
  • এটি ১০০% কার্যকরী একটি পাউডার ঔষধ।

Softovac পাউডারের উপকারিতা | Softovac Bowel Regulator Powder 250g সেবনে কি কি উপকার মিলে?

Softovac Bowel Regulator Powder সেবনে বেশ কিছু উপকার পাওয়া যায়, বিশেষ করে যাদের পেটের সমস্যা বা হজমে সমস্যা থাকে। Softovac হলো একটি প্রাকৃতিক আয়ুর্বেদিক উপাদান দিয়ে তৈরি, যা মূলত কোষ্ঠকাঠিন্য ও হজমের সমস্যা সমাধানে সাহায্য করে। এটি নিন্মোক্ত উপকারগুলো প্রদান করে থাকে। যথা–

  • কোষ্ঠকাঠিন্য দূরীকরণ করে– নিয়মিত Softovac পাউডার গ্রহণ করলে কোষ্ঠকাঠিন্য নিরাময় কার্যকর হয় কেননা এটি অন্ত্রের মল সঞ্চালন সহজতরো করতে কাজ করে।
  • হজমের উন্নতি ঘটায়– Softovac পাউডার নিয়মিত গ্রহণ করলে উপকার হিসেবে পাওয়া যায় হজম শক্তি। কারণ এটি অন্তরের কার্যক্ষমতা উন্নত করার পাশাপাশি হজম শক্তি অতিরিক্ত বাড়িয়ে দেয় এবং খাদ্যের সহজ পরিপাকে সহায়ক ভূমিকা রাখে। 
  • গ্যাসের সমস্যা কমিয়ে আনে– Softovac পাউডারটি পেটের গ্যাস কমাতে সহায়ক। অতএব আপনার যদি অম্বল, পেট ফাঁপা বা গ্যাস্ট্রিকের কোন সমস্যা থাকে তাহলে সেই সমস্যাটাকে দূরত্ব করবে Softovac Bowel Regulator Powder.

তবে হ্যাঁ, শুধুমাত্র এর উপকারিতায় এটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়। জানা গিয়েছে এর পাশাপাশি এটি ওজন নিয়ন্ত্রণের সহায়ক ভূমিকা রাখে সে সাথে ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী। কেননা Softovac পাউডারে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, আর এই ফাইবার রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে থাকে। 

অন্যদিকে পেটের সমস্যা দূর করার মাধ্যমে Softovac পাউডার ওজন নিয়ন্ত্রণের সাহায্য করতে পারে। কেননা সঠিক হজমের ফলে শরীর সঠিকভাবে পুষ্টি গ্রহণ করতে পারে এটা আমাদের সকলেরই জানা। এক কথায় Softovac Bowel Regulator Powder এ রয়েছে সর্বোচ্চ উপকারি উপাদান সমূহ। যেগুলো আমাদের শরীরের এক একটি উপকারে আসে। অতএব এর উপর ভিত্তি করে বলা যায় পরিচিত এই পাউডারটি আমাদের দুর্দান্ত উপকারে আসে এবং এর ব্যবহারের রয়েছে নানাবিদ সুবিধা। 

Tow types of Softovac powder 1) suger free another are 2) with suger

Softovac-SF Sugar Free Bowel Regulator Powder

Softovac Bowel Regulator Powder 250g

Softovac পাউডারের উপাদানসমূহ | Softovac Bowel Regulator Powder এর প্রধান উপাদান গুলোর নাম

Softovac পাউডারের প্রধান উপাদান সমূহ মূলত প্রাকৃতিক আয়ুর্বেদিক উপাদান। যেগুলোর প্রত্যেকটি পাকতন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ কাজগুলো সম্পাদনের সাহায্য করে থাকে। যেমন ধরুন–

  • ইসবগুলের ভুষি– Softovac Bowel Regulator Powder এ রয়েছে এই উপাদানটি। যা আমাদের শরীরে ফাইবার হিসেবে কাজ করে এবং অন্তরের গতি নিয়ন্ত্রণের সহায়তা করে। 
  • হরিতকী– যা হজম প্রক্রিয়া উন্নত করার পাশাপাশি অন্ত্রের গতি নিয়ন্ত্রণ করতে সক্ষম। আর এটিও রয়েছে  Softovac Bowel Regulator পাউডারে। 
  • আমলকি– আমলকির উপকার সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। কেননা এটি আমাদের পেটের পাশাপাশি চুলের এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি খাবার ফল। আর এই আমলকি রয়েছে Softovac Bowel Regulator পাউডারে, যেটা হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং ভিটামিন সি সরবরাহ করার মাধ্যমে অন্যান্য কাজে সহায়তা প্রদান করতে সক্ষম। 
  • মূলহেঠি– যাকে ইংরেজিতে বলা হয় Liquorice/Yashtimadhu. মূলত এটিও রয়েছে Softovac Bowel Regulator পাউডারে, যা তন্ত্রের প্রদাহ কমাতে সহায়ক ভূমিকা রাখে। 
  • Fennel – Softovac Bowel Regulator পাউডারে বিদ্যমান আরো একটি উপাদান সৌফ অর্থাৎ fennel, এটি মূলত হজম প্রক্রিয়ার কাজে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করে এবং পেটের গ্যাস্টিকের সমস্যা নিরাময়ের সর্বোচ্চ সাহায্য করতে পারে। 

পাশাপাশি বেলগিরি, সাখোন হোনী, senna, সোনামুখী, হরদ, আমলতাস, গোলাব জল, সানফ, সানফ তাইলা, শর্করা, সোডিয়াম এবং বেনজয়েট উপাদান গুলো রয়েছে Softovac Bowel Regulator Powder- এ, আর এই প্রত্যেকটি উপাদান আয়ুর্বেদিক উপাদান নামে পরিচিত এবং প্রত্যেকটি আমাদের পেটের সমস্যা দূরীকরণের সমন্বয়ের সঙ্গে কাজ করে থাকে। 

 

তবে হ্যাঁ, Softovac Bowel Regulator পাউডার সেবনের অনেক অনেক উপকারিতা থাকলেও সম্ভাব্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। আর তাই জেনে রাখা জরুরি আপনি যদি Softovac খেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার মাঝে কি কি সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়ার লক্ষণ প্রকাশ পেতে পারে সেগুলো সম্পর্কে। এজন্য আর্টিকেলের পরবর্তী অংশ পড়ার মাধ্যমে জানুন– Softovac পাউডারের সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া এবং ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ সম্পর্কে। 

Softovac Bowel Regulator Powder 250g এর পার্শ্ব-প্রতিক্রিয়া

Softovac পাউডার যদি আপনি নিয়মিত সঠিক নিয়ম মেনে খেয়ে থাকেন তাহলে খুব সহজেই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো এড়াতে পারবেন এবং উপরে উল্লেখিত সুবিধা গুলো অর্থাৎ উপকার হলো পাবেন। কেননা প্রত্যেকটি ঔষধ বা প্রত্যেককে জিনিস ব্যবহারের নির্দিষ্ট কিছু নিয়মাবলী ও শর্তাবলী থেকে থাকে। আপনি যদি ওই নিয়ম ফলো করতে পারেন তাহলে অবশ্যই সেটা আপনার জন্য সর্বোত্তম হবে। 

 

যাইহোক সাধারণত এই পাউডারটি ব্যবহারে আপনার নিম্ন বর্ণিত কিছু সাধারণ বা সম্ভাব্য প্রতিক্রিয়া দেখা দিতে পারে। যথা–

  • পেট ব্যথা 
  • এলার্জির প্রতিক্রিয়া অথবা 
  • পেট ফাঁপা 

অনেকেই হয়তো আগ্রহের বসে এই প্রশ্নটি করতে পারেন– Softovac পাউডার যেহেতু আমাদের পাকতন্ত্রের কার্যপ্রক্রিয়া সঠিকভাবে সম্পাদনের সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে পারে তাহলে কেন পেট ব্যথা বা গ্যাস্টিকের সমস্যার কারণ হতে পারে? সত্যি বলতে এই পার্শ্ব প্রতিক্রিয়া গুলোর সামান্য কিছু ক্ষেত্রে দেখা দেয়। সব সময় নয়। 

 

অনেক সময় ঔষধের মিথস্ক্রিয়ার ফলে দেখা দিতে পারে, আবার কখনো কখনো ব্যক্তির অন্যান্য সমস্যার উপর ভিত্তি করে দেখা দিতে পারে। আমরা আগেই উল্লেখ করেছি এগুলো সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া, মূলত এই পাউডার বহনে কোন ধরনের ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় না। আর যাদের দেহে অতিরিক্ত এলার্জি রয়েছে তাদের এলার্জির প্রতিক্রিয়া দেখা দেয় এটা খুবই বিরল। এজন্য নিঃসন্দেহে আপনি উপকার পেতে Softovac পাউডার আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন। 

 

এখন আসুন জেনে নেওয়া যাক– আপনি যদি Softovac পাউডারটি নিয়ে থাকেন তাহলে এটা কিভাবে সঠিক ডোজেজ হিসেবে গ্রহণ করবেন? এর জন্য নিচের নিয়মাবলী জানুন। সাথে আরো জানতে আমাদের ওয়েবসাইটের অন্যান্য পোস্ট পড়তে পারেন। কেননা আপনাদের কথা চিন্তা করে আমরা নিয়মিত আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ব্লগ পোস্ট পাবলিশ করে থাকি। যেমন – চুলের আগা ফুটে গেলে করণীয় কি, পেট খারাপ হলে করণীয় কি, নাক দিয়ে রক্ত পড়ার কারণ লক্ষণ এবং প্রতিকার, লেবু দিয়ে চুল সিল্কি করার উপায় এবং তাড়াতাড়ি চুল লম্বা করার উপায় সমূহ। 

Softovac পাউডারের সঠিক ডোজেজ | Softovac Bowel Regulator Powder খাওয়ার উপযুক্ত সময়

Softovac Bowel Regulator Powder প্রাপ্তবয়স্ক এবং শিশুদের উভয়ের ক্ষেত্রে রাতে খাওয়া সর্বোত্তম। অতএব Softovac পাউডার খাওয়ার উপযুক্ত সময় হচ্ছে রাতে শোবার আগে। 

 

আপনি যদি প্রাপ্ত বয়স্ক হয়ে থাকেন সে ক্ষেত্রে Softovac Bowel Regulator Powder এক থেকে দুই চামচ পর্যন্ত একবারে খাবেন। অতএব প্রায় 5 থেকে 10 গ্রাম পাউডার আপনার জন্য সর্বোত্তম। এটি খাওয়ার নিয়ম হচ্ছে– ২০০ মিলিলিটার গরম অথবা ঠান্ডা পানিতে এক থেকে দুই চামচ অর্থাৎ 5 থেকে 10 গ্রাম পাউডার মিশিয়ে ঘুমানোর আগে খাওয়া। 

 

অন্যদিকে আপনি যদি আপনার শিশুকে Softovac Bowel Regulator Powder পাউডার খাওয়াতে চান সেক্ষেত্রে শিশুর বয়স যদি 6 থেকে 12 বছর হয় তাহলে এক চা চামচ পাউডার ২০০ মিলিলিটার গরম অথবা ঠান্ডা পানিতে মিশিয়ে ঘুমানোর আগে এই একই পদ্ধতিতে খাওয়াবেন। ব্যাস Softovac পাউডারের সঠিক ডোজেজ এটাই। তবে আপনি যদি নির্ভয়ের সাথে এই পাউডারটি সেবন করতে চান সেক্ষেত্রে নিকটস্থ চিকিৎসকের সাথে পরামর্শ করতে পারেন। 

Softovac পাউডার ব্যবহারে কিছু পরামর্শ  | Softovac Bowel Regulator Powder খাওয়ার বিষয়ে সতর্কতা

Softovac পাউডারের যদি আপনার সম্পূর্ণ উপকার পেতে চান সেক্ষেত্রে অবশ্যই ব্যবহারের কিছু পরামর্শ বা ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরী। সেগুলো হলো –

  • এই পাউডারটি ব্যবহারের সময় প্রচুর পরিমাণে পানি পান করা। কেননা আপনি যদি পাউডারের সঙ্গে প্রচুর পরিমাণে পানি পান করেন এতে করে এটি অন্ত্রের মলকে নরম করতে সর্বোচ্চ সাহায্য করতে পারবে, যা আপনার পেটের জন্য সর্বোত্তম। 
  • আর যদি আপনার দীর্ঘ মেয়াদে কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে অর্থাৎ পেটের সমস্যায় ভোগেন সেক্ষেত্রে Softovac পাউডার কার্যকরী নাও হতে পারে, অথবা এটি খাওয়ার পাশাপাশি চিকিৎসকরা অন্য কিছু খাওয়ার পরামর্শ দিতে পারেন, এজন্য দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত Softovac পাউডার গ্রহনের পূর্বে। 
  • যদি কোন প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে দেরি না করে আমরা পরামর্শ দিব তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নেওয়ার। কেননা সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া গুলো কোন জটিল প্রতিক্রিয়ার সৃষ্টি না করলেও অনেক সময় এটা আপনার অতিরিক্ত অস্বস্তির কারণ হতে পারে, তার চেয়ে বরং অল্পে এ ব্যাপারে চিকিৎসকের সাথে কথা বলুন এবং আপনার সমস্যার সমাধান নিয়ে আসুন। 

Softovac Bowel Regulator Powder 250g price in Bangladesh | Softovac এর দাম কত?

Softovac Bowel Regulator Powder 250g এর দাম বাজারে সাধারণত ৯০০ থেকে ১০০০ টাকা দাম নিয়ে থাকে। এটি মূলত নিকটস্থ যেকোনো ফার্মেসি, সুপার মার্কেট থেকে সংগ্রহ করা যায়। এছাড়াও অনলাইন শপিং সহজলভ্য। যেমন ধরুন আপনি যদি আমাদের ওয়েবসাইট থেকে Softovac পাউডার দিয়ে নিতে চান সে ক্ষেত্রে ২৫০ গ্রামের পাউডার কৌটাটি পেয়ে যাবেন ১০৫০ টাকায়। তবে এই মুহূর্তে যদি অর্ডার করেন সেক্ষেত্রে ডিসকাউন্ট প্রাইজে পাবেন ৯৯৯ টাকায়। 

 

Softovac পাউডার আমাদের ওয়েবসাইট থেকে নিতে কি করবেন– আপনি যদি Softovac পাউডার অর্ডার করতে চান তাহলে Buy Now অপশনে ক্লিক করুন অতঃপর অর্ডার কনফার্ম করুন। আর যদি অর্ডার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে কল করতে পারেন ০১৮২০২৩৪০২৬ এই নম্বরে। মনে রাখবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যে কোন পণ্য। 

 

আমাদের ওয়েবসাইট থেকে আপনি কি কি অর্ডার করতে পারেন সেটা জানতে ক্লিক করুন pordeshi.com এই লিংকে। আর হ্যাঁ, মনে রাখবেন– আপনি যদি ঢাকার মধ্যে থেকে এই পণ্যটি অর্ডার করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ করবে মাত্র ৭৯ টাকা অন্যদিকে ঢাকার বাহিরে হলে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ হবে ১১৯ টাকা। তো বেস্ট কাস্টমার সাপোর্ট পেতে এবং ১০০ পার্সেন্ট অথেন্টিক ও গ্যারান্টিকৃত পণ্য হাতে পেতে এখনই অর্ডার করুন। রিভিউ জানতে ক্লিক করতে পারেন Product review অপশনটিতে। 

 

এখন আসুন আলোচনার শেষ পর্যায়ে জেনে নেই– Softovac Bowel Regulator Powder 250g প্যাক সম্পর্কিত বিষয় নিয়ে আরো কিছু প্রশ্ন ও সেগুলোর উত্তর। এক কথায় বহুল জিজ্ঞাসিত প্রশ্নোত্তর সম্পর্কে। 

Softovac পাউডার সম্পর্কিত সাধারণ জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর সমূহ 

১. Softovac পাউডার কত দিন ব্যবহার করা উচিত?

✓ কোষ্ঠকাঠিন্য থেকে পুরোপুরি মুক্তি পাওয়া পর্যন্ত বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী Softovac পাউডার ব্যবহার করা উচিত। তাই এ ব্যাপারে চিকিৎসকের সাথে আলোচনা করুন। 

 

২. Softovac কি গর্ভবতী মহিলারা ব্যবহার করতে পারেন?

✓ গর্ভবতী মহিলাদের জন্য Softovac পাউডার ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। কেননা কখনো কখনো এটি ব্যবহার উপযোগ্য আবার কখনো কখনো ব্যবহার উপযোগ্য নয়। তাই এ ব্যাপারে আপনাকে সর্বোচ্চ নিশ্চিতভাবে সহযোগিতা করতে পারে একজন অভিজ্ঞ চিকিৎসক। 

 

৩. Softovac কি প্রতিদিন ব্যবহার করা নিরাপদ?

✓ হ্যাঁ অবশ্যই, এটি প্রতিদিন ব্যবহার করা আমার আপনার জন্য নিরাপদ। তবে দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। 

 

৪. Softovac ব্যবহার করলে কি কোনো ধরনের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে?

✓ Softovac ব্যবহার করলে প্রচুর পানি পান করতে হবে এবং উচ্চ ফাইবারযুক্ত খাবার খেতে হবে। কেননা প্রচুর পানি পান করা এবং উচ্চ ফাইবার যুক্ত খাবার গুলো খাবার জন্য বেশি বেশি বলে থাকেন অভিজ্ঞ চিকিৎসকরা, কারণ এতে করে উপকার মেলে এবং শরীর ও অভ্যন্তরীণ কার্যকলাপ সঠিকভাবে সম্পাদিত হয়।

 

৫. Softovac পাউডার কি শিশুদের জন্য উপযোগী?

✓ হ্যাঁ, 6 বছর বা তার বেশি বয়সী শিশুদের জন্য Softovac নিরাপদ, তবে ডোজ কমিয়ে ব্যবহার করা উচিত। তবে আপনি যদি এর থেকে কম বছর বয়সী শিশুদেরকে খাওয়াতে চান সে ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। 

 

৬. Softovac ব্যবহারে কতদিনের মধ্যে ফল পাওয়া যায়?

✓ সাধারণত 24 থেকে 48 ঘন্টার মধ্যে Softovac পাউডারের ফল পাওয়া যায়। তাই কোষ্ঠকাঠিন্যের মত সমস্যা গুলো ঠিক করতে এটিকে নিঃসন্দেহে বেছে নিতে পারেন। 

 

৭. Softovac পাউডার কিভাবে কাজ করে? 

✓ Softovac পাউডার অন্ত্রে পানি শোষণ করে মল নরম করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে, যার ফলে মলত্যাগ সহজ হয়। মূলত এই প্রক্রিয়াতে কাজ করে থাকে Softovac পাউডারটি। 

 

৮. Softovac পাউডার কি দিনে কয়বার নিতে হয়?

✓ সাধারণত এটি রাতে শোবার আগে ১ -২ চামচ (৫-১০ গ্রাম) হালকা গরম পানির সাথে খাওয়া হয়।

 

৯. Softovac পাউডার খাওয়ার আগে বা পরে কোনো খাবার নিষেধ আছে?

✓ সাধারণত না, তবে সঠিক পরামর্শের জন্য চিকিৎসকের সঙ্গে আলোচনা করা ভালো। আর অভিজ্ঞ চিকিৎসকরা বেশিরভাগ সময় এই পাউডার রাতে শোবার আগে খাওয়ার পরামর্শ দেন। 

 

১০. Softovac পাউডার খাওয়ার আগে কি কোনো প্রস্তুতি দরকার?

✓ না, বিশেষ কোনো প্রস্তুতি প্রয়োজন নেই। এটি সাধারণত হালকা গরম পানির সাথে খেতে হয়।

 

১১. Softovac পাউডার কি দীর্ঘমেয়াদি ব্যবহার করলে অভ্যাসে পরিণত হয়?

✓ না, এটি অভ্যাসে পরিণত হয় না, তবে দীর্ঘমেয়াদে ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। 

 

১২. Softovac পাউডার কি বাজারে সহজলভ্য?

✓ হ্যাঁ, এটি অধিকাংশ ফার্মেসি এবং অনলাইন স্টোরে সহজলভ্য।

 

১৩. আপনাদের Softovac Bowel Regulator Powder এ কি কি উপকরণ রয়েছে? 

✓ আমাদের স্টকে থাকা Softovac পাউডারের নিম্ন বর্ণিত উপকরণ গুলো রয়েছে–

  • ইসবগুল (2.00 গ্রাম), 
  • সোনামুখী (0.75 গ্রাম), 
  • হরদ (0.50 গ্রাম), 
  • আমলতাস (0.50 গ্রাম), 
  • মুলেঠি (0.25 গ্রাম), 
  • গোলাব জল (0.25 গ্রাম), 
  • সানফ (0.25 গ্রাম), 
  • সানফ তাইলা (0.05 গ্রাম) g), শর্করা, সোডিয়াম বেনজয়েট

 

তো পাঠক বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনা।  Softovac Bowel Regulator Powder 250g ব্যবহারের যেহেতু রয়েছে একাধিক উপকারিতা তাই আপনি চাইলে এখনি অর্ডার করুন আমাদের ওয়েবসাইট থেকে। পরবর্তীতে আবারো দেখা হবে নতুন কোন আলোচনায়। যদি এ সম্পর্কে আরো কিছু জানার থাকে তাহলে কমেন্ট সেকশনে জানিয়ে দিন,, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *